সজলের সময় কাটছে ঘরের কাজে, দিলেন ঝাড়ুও
কোভিড-১৯ করোনাভাইরাসের প্রভাব এখন সর্বত্র। বাদ যায়নি বাংলাদেশও। লকডাউনের আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও সাধারণ ছুটিতে সবাই এখন অবস্থান করছেন নিজ ঘরে।
বন্ধ রয়েছে নাটক-সিনেমার শুটিং। নির্মাতা প্রযোজক থেকে অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীরা শুটিং থেকে বিরত আছেন। সবাই এখন গৃহবন্দি বলা যায়। সময় কাটাবার জন্য অবলম্বন করছেন বিভিন্ন পন্থা।
দেশের জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলও ঘরে বসে সময় কাটাচ্ছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তিনি মনোযোগ দিয়েছেন ঘরের কাজে।
সম্প্রতি তার অফিসিয়াল ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায় এ অভিনেতা ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছেন।
ছবিতে তিনি লিখেছেন, 'নতুন চাকরি। এক ঘণ্টা সময় কোথা থেকে চলে যায় টেরই পাই না। জীবন সুন্দর। বাড়িতে থাকুন, থাকুন নিরাপদে।'
সজল বলেন, বাড়িতে বসে ঘরের কাজে সাহায্য করছেন তিনি। 'কাজের লোকদের ছুটি দেয়া হয়েছে। আমরা নিজেরাই নিজেদের সব কাজ করছি। সময়টাও কাটছে, কাজও হচ্ছে।'
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সজল অভিনীত চলচ্চিত্র 'জিন'। নাদের চৌধুরী পরিচালিত এই ছবিতে সজলের নায়িকা পূজা চেরী।
এলএ/এমএস