প্রকাশ হলো কবীর সুমন-আসিফ আকবর জুটির দ্বিতীয় গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১১ পিএম, ২৮ জুলাই ২০২০

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতজ্ঞ কবীর সুমনের কথা ও সুরে কিছুদিন আগেই একটি গান প্রকাশ হয়েছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের কণ্ঠে। ‘সিরিয়ার ছেলে’ শিরোনামের সেই গান বেশ প্রশংসিত হয়েছে। এবার ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে এ জুটির আরও একটি গান।

এর শিরোনাম ‘লুকোনো মানিক’। কবীর সুমনের কথা ও সুরে এই গানের সংগীতায়োজনে আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক আজমীর বাবু।

প্রযোজনা প্রতিষ্ঠান ঢুলী মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘মামলা কি হয় ভালোবাসায় / নিবেদন করা কাকে কাকে, সাক্ষী সাবুদ কেউ নেই / দলিল করিনি মনটাকে’- এমন কথায় সাজানো গানটি প্রকাশ হয়েছে। এর ভিডিও নির্দেশনা দিয়েছেন ইয়ামিন এলান।

গানটি নিয়ে আসিফ আকবর বললেন, ‘কবীর সুমন দাদার কথা-সুরে এটি আমার গাওয়া দ্বিতীয় গান। খুব অদ্ভুত সুন্দর কথার একটি গান ‘লুকোনো মানিক’। আমি কৃতজ্ঞ দাদার প্রতি অসাধারণ এ গান আমাকে উপহার দেবার জন্য। আজমীর বাবু ভাই আর আমার বোঝাপড়া বরাবরই ভালো। বাবু ভাইকে ধন্যবাদ গানটির শ্রুতিমধুর সংগীতায়োজনের জন্য। ধন্যবাদ ঢুলী মিউজিককে।’

আসিফ আকবরের গাওয়া ‘লুকোনো মানিক’ শিরোনামের এই গানটি দেখতে ক্লিক করুন :

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।