জন্মদিনের আগের দিন করোনামুক্ত হলেন তাহসান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৭ অক্টোবর ২০২০

করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। আজ শনিবার (১৭ অক্টোবর) জানা গেল, টেস্টে তার করোনা নেগেটিভ এসেছে।

আগামীকাল ১৮ অক্টোবর তাহসানের ৪১তম জন্মদিন। জীবনের বিশেষ দিনটির আগের সন্ধ্যায় তিনি নিজেই করোনা থেকে মুক্ত হওয়ার সুখবর জানান।

তিনি আজ ফেসবুকে এক পোস্টে লিখেছেন, 'একটু প্রশান্তির হাসি আর কৃতজ্ঞতা প্রকাশ। কোভিড টেস্ট নেগেটিভ এসেছে, এজন্য প্রশান্তির হাসি।'

এর আগে ৯ অক্টোবর তাহসান সাংবাদিকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়ে জানিয়েছিলেন তিনি করোনায় আক্রান্ত।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।