প্রতিক্রিয়ায় যা বললেন ‘তাণ্ডব’ দর্শকেরা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪০ এএম, ১৫ জুন ২০২৫

লিফটে অনেক লোক! সবাই সিনেমার দর্শক। ঈদের ছবি দেখতে পান্থপথের স্টার সিনেপ্লেক্সে ঢুকছিলেন তারা। এই শাখাতেই চলছে ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রিকনিং’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’, ‘উৎসব’, ‘এশা মার্ডার: কর্মফল’ ও ‘তাণ্ডব’ সিনেমা।

এক দর্শকের সঙ্গে কথা হয়। জানতে চাই, কোনটা দেখবেন? তিনি জানান ‘মিশন ইম্পসিবল’, টিকেট কেটেছেন অনলাইনে। চল্লিশ মিনিট পর শো। ইংরেজি সিনেমার টিকিট কেটেছেন বলে একটু যেন অপরাধবোধেও ভুগছেন। বললেন, ‘সময় বের করে বাংলা সিনেমাও দেখবো। বিশেষ করে তাণ্ডব দেখার ইচ্ছা আছে।’ এতগুলো বাংলা ছবির মধ্যে তাণ্ডব কেন দেখবেন? জানতে চাইলে রাকিব নামের ওই দর্শক বললেন, ‘বন্ধুদের সঙ্গে নিয়ে আগেও শাকিবের দুইটা সিনেমা দেখেছি, ভালো লেগেছে। তামিল, তেলেগু বুঝি না, সেগুলোর বাংলা ডাবিং দেখেছি। শাকিবের ছবিগুলো সেসব ছবির মতো বানাতে চেষ্টা করছে ইদানীং।’

কথা হয় তাহমিনা নামের এক দর্শকের সঙ্গে। পরিবারের ২০ জন মিলে সিনেমা দেখতে এসেছেন তারা দুদিন আগে অনলাইনে কেটেছেন তাণ্ডবের টিকিট। প্রতি ঈদেই সবার সঙ্গে ছবি দেখতে আসেন তারা। পাশে দাঁড়ানো তার ব্যবসায়ী বাবা বললেন, আমি আগে হলে ছবি দেখতাম। এখন সেই আনন্দটা দিতে চাই পরিবারকে। তবে সেরকম সিনেমা হচ্ছে না, যে সিনেমা আমরা দেখতাম।’

প্রতিক্রিয়ায় যা বললেন ‘তাণ্ডব’ দর্শকেরা

তিনি আরও বললেন, ‘বাংলাদেশে আগে ভালো ভালো ছবি হতো। এখন কোনো গল্প থাকে না। এখন খালি মারামারি-হাতাহাতি, দুই-তিনটা গান – এই তো ছবি! তারপরও খুব ভালো লাগছে যে, সবাইকে নিয়ে ছবি দেখতে এসেছি। ছবি দেখা হচ্ছে, একসঙ্গে কথা হচ্ছে। আমরা ঢাকার বিভিন্ন জায়গায় থাকি, কাজের ব্যস্ততায় দেখা হয় না। ছবি দেখতে আসা উপলক্ষে দেখা হলো। এখন কোথাও গিয়ে ডিনার করে সবাই বাসায় ফিরবো।’

আর কে কী বললেন? রকি নামের এক তরুণ বলেন, তাণ্ডব দেখলাম। শাকিবের অভিনয়-দক্ষতা চোখে পড়ার মতো। বড়পর্দায় সাবিলা নূরের অভিষেকটা দুর্দান্ত বলা যায়। সব মিলেয়ে খুব ভালো ছিল সিনেমাটি। কথা হয় মাঝবয়সী মাসুমার সঙ্গে। পরিবারের সঙ্গে তাণ্ডব দেখলেন তিনি। প্রতিক্রিয়ায় বললেন, ‘খুব ভালো লাগেনি। ছবি দেখি নিয়মিত। তামিল, বলিউড ছবিই বেশি ভালো লাগে।’

দুঃখজনক ঘটনা হচ্ছে ঈদের সপ্তাহ না পেরোতেই অনলাইনে ফাঁস হয়ে গেছে তাণ্ডব। একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির গল্প। পরিচালনা করেছেন রায়হান রাফী। সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, সাবিলা নূর, ফজলুর রহমান বাবু, সুমন আনোয়ার, সিয়াম আহমেদ প্রমুখ।

এমআই/আরএমডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।