এ কেমন আরিফিন শুভ!


প্রকাশিত: ০২:১০ পিএম, ১৯ নভেম্বর ২০১৫

মাথায় সাদা লম্বা চুল সাথে লম্বা সাদা গোঁফদাড়ি। শরীর নুয়ে লাঠির উপর ভর দিয়ে এগিয়ে চলেন। পরনে সাদা পাজামা-পাঞ্জাবি। গায়ে চাদর জড়িয়ে মাথা নুয়ে চেয়ারে গা এলিয়ে বসে আছেন। এমন ভঙ্গিতে দেখে মনে হবেই সত্তর পার হওয়া কোনো বৃদ্ধ।

কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এই সাজই বরণ করেছেন চিত্রনায়ক আরেফিন শুভ- যা ছবিতে দেখছেন! আর সেটা তার নতুন ছবির প্রয়োজনে। শুভ জাগো নিউজকে বলেন, ‘ছবিটা আমারই। ছবির দৃশ্যে এমনভাবেই দেখা যাবে আমাকে।’

কোন ছবির জন্য এই সাজ জানতে চাইলে, শুভ কিছু জানাননি। তিনি পুরো ব্যাপারটা চমক হিসেবেই রাখতে চান।

তবে ধারণা করা হচ্ছে এটি জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘নিয়তি’ ছবির দৃশ্যের চিত্র। জাজ মাল্টিমিডিয়ার এই ছবিতে শুভর বিপরীতে কাজ করছেন জলি।
 
এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।