সাইক্লোনে ভেঙ্গে গেছে সালমানের শুটিং সেট, ক্ষতি ১০ কোটি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০৮ জুন ২০২১

ভেঙে ফেলা হল সালমান খান অভিনীত আগামী ছবি ‘টাইগার থ্রি’র শুটিং সেট। ভারতে লকডাউন শিথিল হওয়ার পরই এই ছবির শুটিং শুরু করেছিলেন ভাইজান। কিন্তু মহারাষ্ট্রে আচমকাই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় সরকারি নির্দেশ মেনে বন্ধ করে দিতে হয়েছিল।

কিন্তু তারপর হাজির হয় সাইক্লোন তাওকতে। তার দাপটে ব্যাপক ক্ষতির মুখে পড়ল ‘টাইগার ৩’র সেট। অবস্থা এমনই হয়ে দাঁড়িয়েছে যে অবিলম্বে তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নির্দেশ মতো জুন মাসেই শুরু হয়ে গেল সেট ভাঙার কাজ। ১০০ থেকে ১৫০ মজুর নিয়োগ করা হয়েছে সিনেমার সেটটি ভেঙে ফেলার জন্যে। প্রাথমিকভাবে জানা গেছে, সেট ভেঙে ফেলার কারণে প্রায় ১০ কোটি টাকার আর্থিক ক্ষতি হল নির্মাতাদের।

গোরেগাঁও-এর এসআরপিএফ গ্রাউন্ডে দুবাইয়ের বাজারের আদলে এক বিশাল সেট তৈরি করা হয়েছিলো ‘টাইগার থ্রি’র।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ছবিটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।