করোনায় আক্রান্ত শাবানা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২

ভারতের কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম পোস্টে করোনা আক্রান্তের খবর জানিয়েছেন শাবানা নিজেই।

ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘আজ আমার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। তাই বাড়িতে আইসোলেশনে আছি। সম্প্রতি যারা আমার সঙ্গে দেখা করেছেন তাদের সবাইকে করোনা পরীক্ষা করার অনুরোধ করছি।’

শাবানা আজমিকে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানী কি প্রেম কাহানী’ সিনেমায় দেখা যাবে। তার সঙ্গে এই সিনেমায় অভিনয় করছেন রণবীর সিং, আলিয়া ভাট। আগামী বছর ১০ ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার কথা আছে সিনেমাটি।

এছাড়া স্টিফেন স্পিলবার্গের অ্যাম্বলিন টেলিভিশন ও ৩৪৩ ইন্ডাস্ট্রিজের যৌথ প্রযোজনায় আসন্ন সিরিজ ‘হালো’-তেও দেখা যাবে এই অভিনেত্রীকে।

এমআই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।