ড. ইউনূস-তারেকের বৈঠক নিয়ে গাত্রদাহ হওয়া উচিত না: এ্যানি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩ পিএম, ১৫ জুন ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে এটা নিয়ে ‘গাত্রদাহ’ হওয়া না বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, বৈঠকটি সৌহার্দপূর্ণ পরিবেশে সুন্দরভাবে হয়েছে সেটা আমরা দেখেছি।

রোববার (১৫ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান শুধু আমাদেরই একত্রিত করেন নাই, দেশবাসীকেও এই আন্দোলনে একত্রিত করেছেন। সব দলের জন্য কথা বলেছেন। কেন কী কারণে কোন প্রেক্ষাপটে তারেক রহমান দেশের বাইরে এটা বুঝতে হবে।

তিনি বলেন, জামায়াতের শফিক সাহেব যখন বলেন- একটা বিশেষ দলের প্রতি অনুরাগ ছিল ওই বৈঠকে। এটা কি প্রকাশ পায়? কারণ জামায়াতের নেতাদের সঙ্গে কয়েকবার বসেছেন, আলোচনা করেছেন। এককভাবেও করেছে সব রাজনৈতিক দল নিয়ে। সেখানে তো আমরা কোনো কথা বলি নাই।

তিনি বলেন, তাহলে আজকে বাংলাদেশের এমন প্রেক্ষাপট, বৃহত্তর জনগোষ্ঠী, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র এই বাংলাদেশে ৫ তারিখের পর সংস্কার, বিচার, নির্বাচন সব কিছুর সঙ্গেই বৈঠক যেমন জড়িত, দেশের বাইরে বৈঠক যেমন গুরুত্বপূর্ণ ছিল, দেশের ভেতরেও বৈঠক গুরুত্বপূর্ণ ছিল। সেই বৈঠকে তো তারেক রহমান থাকতে পারেননি। তিনি যদি দেশে থাকতেন তাহলে দেশেই তো তার সঙ্গে বৈঠক হতো।

বিএনপির এই নেতা বলেন, আমরা অপেক্ষা করছি তারেক রহমান দেশে আসবেন। বিএনপি দায়িত্বশীল, অভিজ্ঞতাসম্পন্ন বড় দল। কালকে যদি দেশে ভোট হয় একটা জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে।

ওলামা দলের আহ্বায়ক মাও. কাজী মো. সেলিমের সভাপতিত্বে সদস্য সচিব মাও. আবুল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারি ড্যানী প্রমুখ।

কেএইচ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।