বেলাল খানের সঙ্গে গাইলেন আর্শিনা প্রিয়া


প্রকাশিত: ১১:২৭ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

নাট্য নির্মাতা ও গীতিকার জিয়াউদ্দিন আলম এর লেখা `শুধু একবার বলো না` শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন হালের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী বেলাল খান এবং আর্শিনা প্রিয়া। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে শেষ হয়েছে গানটির রেকর্ডিং।

শ্রুতিমধুর এই গানটি সুর করেছেন শিল্পী বেলাল খান ও সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। এ প্রসঙ্গে বেলাল খান বলেন, `আমি সব সময় নতুনদের সাথে কাজ করি, নতুনদের থেকে নতুন কিছু পাওয়া যায়। এই গানটি নতুন বছরে প্রথম গাওয়া আমার প্রথম গান। চমৎকার কথায় লেখা গানটি সকলের ভালো বলে আমি আশা করি।`

তিনি আরো বলেন, `আমার সঙ্গে  প্রিয়া গানটি অনেক আবেগ দিয়ে গেয়েছেন। সংগীতে তার উজ্জ্বল ক্যারিয়ার আশা করি। আর্শিনা প্রিয়া’র জন্য শুভ কামনা রইলো।`

আর্শিনা প্রিয়া বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিলো বেলাল ভাইয়ের সাথে গাইবো। সেই স্বপ্ন এবার পূরণ হয়েছে। আমাদের এ গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।`

আসছে বিশ্ব ভালোবাসা দিবসে আর্শিনা প্রিয়ার ‘শুধু একবার বলো না’ শিরোনামে অ্যালবাম বাজারে আসবে। এছাড়া এর আগে বেশ কিছু অডিও ও চলচ্চিত্রের গানে তিনি কণ্ঠ দিয়েছেন প্রিয়া।  

এনই/এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।