আকমলের ব্যাটে লাহোরের জয়
ওমর আকমলের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে বড় জয় পেয়েছে লাহোর কোয়ালান্ডারর্স। দিনের একমাত্র ম্যাচে ৬৩ রানে জয় পায় লাহোর।
সোমবার রাতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন ওমর আকমল। মাত্র ৪০ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় ৯৩ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রান করেন ক্যামেরুন দেলপোর্ত। তার ৫৫ বলের এই ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কার মার ছিল। ফলে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে লাহোর।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.২ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায় কোয়েটা। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান আসে অধিনায়ক মোহাম্মদ নেওয়াজের ব্যাট থেকে। বল হাতে লাহোরের জাফর গোহার ৪টি উইকেট নেন। ৩টি উইকেট নেন অজান্তা মেন্ডিস। ম্যাচসেরা হন ওমর আকমল।
এমআর/পিআর