রাজশাহীতে চুরির ঘটনায় নির্যাতিত কিশোর ইমন উদ্ধার


প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহীর পবায় মোবাইল চুরির ঘটনায় নির্যাতিত নিখোঁজ অপর কিশোর ইমনকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে তাকে উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের সুন্দলপুর গ্রামের একটি বাসা উদ্ধার করা হয়।

বর্তমানে তাকে উপজেলার দারুশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্যাতনের ঘটনার পর থেকে কিশোর ইমন নিখোঁজ ছিলো। নির্যাতনকারীদের ভয়ে দর্শনপাড়া ইউনিয়নের সুন্দলপুর গ্রামে তার নানীর বাসায় আত্মগোপন করে থাকে সে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনি তার সঙ্গীর পুলিশ নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ কিশোর ইমনকে পুলিশি হেফাজতে নেয়।

তবে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে রাতেই দারুশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজিজুল নামের এক নির্যাতনকারীকে গ্রেফতার করতে পারলেও বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এর আগে, চুরির অপবাদ দিয়ে উপজেলার বাগসারা গ্রামের ইমরানের ছেলে জাহিদ ও মৃত মাসুদের ছেলে ইমনের উপর পাশবিক নির্যাতন চালান আসামিরা। শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত আসামিরা তাদের মারপিট করে। এসময় গোপনে একজন পুরো ঘটনার ভিডিওচিত্র ধারণ করেন। শনিবার তা ফাঁস হয়ে যায়।

পরে শনিবার রাতেই কিশোর জাহিদের বাবা ইমরান বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে পবা থানায় মামলা দয়ের করেন। এ ঘটনায় শনিবার গভীর রাতে আজিজুল নামের এক নির্যাতনকারীকে গ্রেফতার করে পুলিশ।

তবে ঘটনাটি ধামাচাপা দিতে নির্যাতনকারীরা উঠে-পড়ে লেগেছে। এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

শাহরিয়ার অনতু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।