মগবাজারে ট্রেনের ধাক্কায় বুয়েট ছাত্র নিহত


প্রকাশিত: ০৯:২২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর মগবাজার ওয়ারলেসের সামনে ট্রেনের ঢাক্কায় তানভীর গহর তপু (২৩) নামে বুয়েটের এক ছাত্র নিহত হয়েছেন। তপু বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে তপু মগবাজার ওয়ারলেসের সামনে ট্রেনের ধাক্কায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সিরাজ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ২টা ৩০ মিনিটে মারা যান তিনি।

জেইউ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।