রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১
জমি নিয়ে বিরোধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার করটিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, করটিয়া এলাকার মনু মিয়ার সঙ্গে একই এলাকার আলম মিয়ার ৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরে জমি মেপে সীমানা নির্ধারণ করতে যান মনু মিয়াসহ তার পরিবারের লোকজন। আর এ নিয়ে মনু মিয়ার পরিবারের সঙ্গে আলম মিয়ার পরিবারের বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে আলম মিয়ার পরিবারের লোকজন মনু মিয়ার পরিবারের উপর হামলা চালালে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এসময় অন্তত ১১ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে উভয়পক্ষের লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মীর আব্দুল আলীম/এফএ/এআরএ/এমএস