রাজশাহীতে জেএসসি ও জেডিসি শিক্ষার্থীদের সংবর্ধনা
রাজশাহীর বাগমারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার ১০৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নিউমার্কেট মিলানায়তনে সালেহা ইমারত ফাউন্ডেশন এ সংবর্ধনার আয়োজন করে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ।
বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক বলেন, এটি শিক্ষার্থীদের আলোর পথে টেনে নিয়ে যাওয়ার একটি প্রয়াস মাত্র। এ ধরনের সংবর্ধনা পেলে শিক্ষার্থীরা আগামীতে আরো ভালো ফল করবে।
২০১৫ সালে বাগমারা উপজেলার ৭৬টি উচ্চ বিদ্যালয় ও ১২টি মাদরাসা থেকে ১ হাজার ১০৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে এসব কৃতি শিক্ষার্থীদের সনদ, শিক্ষা উপকরণ ও সেরা প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। গত ২০০৬ সাল থেকে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক ড. অলীউল আলম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম আজাদ, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বেগম তহুরা হক, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার।
শাহরিয়ার অনতু/এসএস/এমএস