বঙ্গোপসাগরে জেলে বহরে জলদস্যুদের গুলি, নিহত ১


প্রকাশিত: ০৯:২১ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলে বহরে গুলি চালিয়েছে জলদস্যুরা। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে এক জেলে নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের কচিখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জেলের নাম ইসমাইল (৩০)। তিনি পাথরঘাটা উপজেলার রূপধোন এলাকার মৃত আফজাল আলীর ছেলে।

এ সময় জলদস্যুদের হামলায় আহত হয়েছেন আরো তিন জেলে। আহতরা হলেন- রিয়াজ, ইসমাইল, নজরুল ও নাসির। তাদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হায়েছে। এ সময় জলদস্যুরা অপহরণ করে নিয়ে গেছে এক জেলেকে। আহত ও অপহৃত সকল জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

ফিরে আসা জেলরা জানান, সিডর পরবর্তী জেলেদের পুর্নবাসনের জন্য সরকারের অনুদানের একটি ট্রলার নিয়ে শুক্রবার রাতে বঙ্গোপসাগরের কচিখালী এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিলেন জেলেরা। এ সময় ১৫-২০ জনের একটি সশস্ত্র জলদস্যু বাহিনী তাদের ধাওয়া করে। এ সময় তারা জাল ফেলে ট্রলার নিয়ে পালানোর চেষ্টা করলে প্রথমে জলদস্যুরা ফাঁকা গুলি ছোড়ে। পরে জলদস্যুদের ট্রলারটি তাদের ট্রলারের কাছে আসলে জেলেরা ডাক-চিৎকার শুরু করেন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ইসমাইল বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ওই ট্রলারে উঠে জলদস্যু বাহিনী ট্রলারে থাকা পাঁচ জেলেকে পিটিয়ে আহত করে ট্রলারের মাঝি রিয়াজকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে যায়। পরে আহতরা ট্রলাটি চালিয়ে শনিবার দুপুর ১টার দিকে পাথরঘাটা নিয়ে আসেন।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জানান, এ ঘটনার প্রতিবাদে তারা ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচির প্রথম দিনে সকল জেলে ও ট্রলার মালিকরা কালো ব্যাজ ধারণ করবেন। দ্বিতীয় দিন তারা প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিবেন এবং তৃতীয় দিনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করবেন। আর এই তিন দিনে কোনো ট্রলার মাছ ধরবে না বলেও জানান তিনি।

এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এসএ আবদুর রউফ জানান, ঘটনার পর সাগরে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে এবং নিহত জেলের মরদেহ থানায় হস্তান্তর করা হয়েছে। আর অপহৃত জেলেকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম মিরাজ/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।