সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর পশ্চিমপাড়া গ্রামে সোহেল রানা (২৮) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। পরে এ ঘটনার জের ধরে নিহতের আত্মীয় ও বন্ধু বান্ধবেরা হামলা করে ৫টি বাড়ি ভাঙচুর করে। এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার বিকেলে একই গ্রামের আবু সাইদের গরু নিহত সোহেলের ফুপু তাসলিমার লাউ ক্ষেতে ঢুকে যায়। এ ঘটনায় সোহেল আবু সাইদের বাড়িতে গিয়ে প্রতিবাদ করার সময় উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সাইদের লোকজন সোহেলকে মারধর করে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী সোহেলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সোহেল মারা যায়। তার মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোহেলের আত্মীয় ও বন্ধুরা বিক্ষুব্ধ হয়ে সকালে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এ সময় ৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলায় অন্তত ১০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাদল ভৌমিক/এফএ/এসএস/পিআর