এমপ্লয়মেন্ট পাস বন্ধ করল মালয়েশিয়া


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকাস্থ মালয়েশিয়ান দূতাবাসে এমপ্লয়মেন্ট পাস ( কাজের জন্যে যাওয়ার অনুমতিপত্র) দেয়া বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে দূতাবাসটির ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান। রোববার থেকে এ কার্যক্রম বন্ধ করা হয়।

প্রসেসিং সংক্রান্ত এক প্রতিষ্ঠানের কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে জাগো নিউজকে বলেন, মালয়েশিয়া বিদেশি শ্রমিক নেয়া বন্ধ ঘোষণা করায় এখন থেকে আর কোনো এমপ্লয়মেন্ট পাস দেয়া হবে না। তবে ব্যুরো অব ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) থেকে ছাড়পত্র নিয়ে মালয়েশিয়ায় নির্দিষ্ট কোম্পানির জন্য এমপ্লয়মেন্ট পাসের আবেদন করতে পারবেন প্রার্থীরা।

তবে স্যোশাল ভিজিট পাস (ট্যুরিস্ট ভিসা), ডিপেন্ডেন্ট পাস ও স্টুডেন্ট পাসের জন্যে আবেদন করা যাবে আগের মতোই।

উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদি দেশটিতে বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধের সিদ্ধান্তের কথা জানান। এর আগে ১৮ ফেব্রুয়ারি ঢাকায় প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ট বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ২০ ফেব্রুয়ারি মালয়েশিয়া সরকার সেদেশে সব ধরনের শ্রমিক নেয়ার বিষয়ে স্থগিতাদেশ প্রদান করেন।

আরএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।