চালককে হত্যা করে পিকাপভ্যান ছিনতাই : আদাবরে গ্রেফতার ১
দিনাজপুরের বিরামপুরে চালককে হত্যার পর ভাড়া করা পিকাপভ্যানসহ ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃতের নাম ইসরাফিল ইসলাম(৩২)। এসময় ছিনতাই হওয়া পিকাপভ্যানটিও উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান। তিনি জাগো নিউজকে বলেন, গত সোমবার দিবাগত রাতে দিনাজপুরের বিরামপুর থানা এলাকায় চালক রশিদুল ইসলামকে হত্যা করে পিকাপভ্যান ছিনতাই করে পালায় ছিনতাইকারীরা। তাদের মধ্যে পিক্যাপভ্যানসহ ইসরাফিল নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
আমাদের সঙ্গে বিরামপুর থানা পুলিশের কথা হয়েছে। তাদের বাবলু নামে একজন উপ-পরিদর্শক থানায় এসেছেন। তার হাতে গ্রেফতার হওয়া আসামি ও উদ্ধার পিকাপভ্যান হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলু মিয়া জাগো নিউজকে বলেন, নীলফামারিতে পিকাপভ্যানটি গত ২২ তারিখে (সোমবার) ভাড়া করা হয়। দিবাগত রাতে ভ্যানটি নিয়ে দিনাজপুরের বিরামপুর এলাকায় এসে চালক রশিদুল ইসলামকে হত্যা করে পালিয়ে ঢাকা আসে ছিনতাইকারীরা।
পরে এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা হয়। মামলা নং ১৫। ওই মামলা তদন্তাধীন। ইতোমধ্যে ডিএমপির আদাবর থানা পুলিশ জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে। তাকে নিতেই ঢাকায় আসা।
তিনি বলেন, এইটা একটি গ্যাং ছিনতাই। এর সঙ্গে আরো যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
জেইউ/এসকেডি/আরআইপি