জয়পুরহাটে ২০টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

জয়পুরহাটে ১২টি প্রকল্পের উদ্বোধন এবং ৮টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে এসব প্রকল্প উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

২৯৪ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে এসব প্রকল্পের মধ্যে রয়েছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, যুব প্রশিক্ষণ কেন্দ্র, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রায়কালী মা ও শিশু কল্যাণ কেন্দ্র, আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জিন্দারপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবন, একটি বাড়ি একটি খামার প্রকল্প। এছাড়াও রয়েছে কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন অবকাঠামো উন্নয়ন, জেলা স্টেডিয়াম উন্নয়ন প্রকল্প, জামালগঞ্জ ডিগ্রি কলেজ একাডেমিক ভবন, কালাই ডিগ্রি কলেজ একাডেমিক ভবন ও জয়পুরহাট সরকারি কলেজ একাডেমিক ভবন।

অপরদিকে ৪৯ কোটি ৩৬ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনাগুলোর মধ্যে রয়েছে গোপীনাথপুর ইন্সটিটিউট অব হেল্থ টেকনোলজি, সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, শিমুলতলী আর এইচ ডি- শালপাড়া সড়ক উন্নয়ন, মঙ্গলবাড়ী ডিগ্রি কলেজ একাডেমিক ভবন, আমদই ইউনাইটেড ডিগ্রি কলেজ একাডেমিক ভবন, তিলুকপুর নূরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজ একাডেমিক ভবন, পাঁচবিবি মহিলা কলেজ একাডেমিক ভবন ও আক্কেলপুর এম আর ডিগ্রি কলেজ একাডেমিক ভবন।

এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি, জেলা প্রশাসক আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলীসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাশেদুজ্জামান/এফএ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।