হিন্দু আইনে তালাক প্রবর্তন হলে সরকারকে তালাক!


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

সরকার যদি এনজিওদের কাছে নত হয়ে হিন্দু আইনে তালাকের প্রবর্তন করে তাহলে হিন্দু সম্প্রদায় সরকারকে তালাক দিবে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধননে তারা এ কথা বলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এলিনা খানসহ খ্রিষ্টানদের টাকায় পরিচালিত কিছু এনজিও হিন্দু পরিবারের শান্তি বিনষ্ট করতে তালাক ব্যবস্থা সংযুক্ত করার জন্য মরিয়া হয়ে উঠেছে। সরকার যদি এনজিওদের কাছে নত হয়ে হিন্দু আইনে তালাকের প্রবর্তন করে তাহলে এ সম্প্রদায় সরকারকে তালাক দিবে।

বক্তারা আরো বলেন, প্রতিদিনই দেশের কোনো না কোনো স্থানে হিন্দু বাড়ি-ঘর বা জমি দখল, ভীতি প্রদর্শন করে দেশ ত্যাগে বাধ্যকরণ, হত্যা ও হত্যার প্রচেষ্টা, ধর্মন্তকরণ, মন্দিরে প্রতিমা ভাংচুর ও কিশোরী অপরহণ চলছেই। পঞ্চগড়ে অধ্যক্ষ যজ্ঞেশ্বর দাসাধিকারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। অথচ সরকার অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করতে ব্যর্থ।

অধ্যক্ষ ড. অচিন্ত কুমার মন্ডলের সভাপতিত্বে বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, দেবাশিষ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল প্রমুখ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।

এএস/আরএস/এবিএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।