আলিয়ঁস ফ্রঁসেজে বিপুল শাহের প্রদর্শনীর উদ্বোধন


প্রকাশিত: ০৭:০৬ এএম, ১২ মার্চ ২০১৬

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হলো শিল্পী বিপুল শাহের ‘ভঙ্গুরতায় পথচলা-২’ শীর্ষক অষ্টম একক চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে গতকাল শুক্রবার, ১১ মার্চ। প্রদর্শনীতে প্রায় ৩০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে চিত্রশিল্পীদ্বয় হামিদুজ্জামান খান এবং আবুল বারক আলভী উপস্থিত ছিলেন। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুণো প্লাস সম্মানিত অতিথিদের স্বাগত জানান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রদর্শনীর শিল্পী বিপুল শাহ নিজের সম্পর্কে অনেক কথা বলেন। তিনি জানান, ১৯৬৭ সালে নেত্রকোণায় জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে এমএফএ সম্পন্ন করেন। দেশে এবং বিদেশে তিনি এর আগে ৭টি একক ও অনেক দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। ‘ভঙ্গুরতায় পথচলা-২’ তার অষ্টম একক চিত্রকর্ম প্রদর্শনী। ‘ভঙ্গুরতায় পথচলা’ শিরোনামে এর আগে ২০০৭ সালে গ্যালারি কায়ায় তিনি একটি একক প্রদর্শনী করেছিলেন।

যাপিত জীবনে সমাজ, প্রকৃতি, পরিবেশ-প্রতিবেশ আর নানা বাস্তবতার চড়াই-উৎরাই পেরিয়ে এগিয়ে চলে সময়। পথ চলতে চলতে সমাজের নানা অভিজ্ঞতা প্রতিদিন জমা হয়েছে শিল্পীর অবচেতনের মহাফেজখানায়। অতি সাধারণ বিষয় ও শিল্পীর আবেগ, অভিজ্ঞতায় অসাধারণরূপে প্রকাশিত হয় ক্যানভাসে, শিল্পে, নানা মাধ্যমে। শিল্পী বিপুল শাহের শিল্পকর্মেও এ বিষয়টি বেশ পরিলক্ষিত হয়।

শিল্পী নিজে তার ছবি নিয়ে বলেন, তার ক্যানভাসে অবধারিতভাবেই উঠে এসছে অতি সাধারণ মরচে পড়া টিন, ভাঙ্গা জানালা, শেওলা জমা দেয়াল. পোকায় খাওয়া কাঠ ইত্যাদি। শিল্পকর্মগুলোয় দর্শক পাবেন স্বপ্ন আর দুঃস্বপ্নের সংঘাত। শিল্পী চলার পথের নানান উপাদান আর অভিজ্ঞতাকে  প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে সম্পর্কযুক্ত করে এগিয়ে যেত চান সামনের দিকে। ভেঙ্গেচুরে গড়ে উঠতে চান নতুন মানুষ হয়ে, আরেক শিল্পী হয়ে।

প্রদর্শনীটি চলবে ২৫ মার্চ পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।