মূলত নাটকের শুরু এখান থেকেই


প্রকাশিত: ০৮:৩১ এএম, ১২ মার্চ ২০১৬

জনপ্রিয় নির্মাতা সাগর জাহান এবার নাটক রচনা করেছেন অন্যের জন্য। তার রচনায় রতন রিপন পরিচালিত এই নাটকের নাম ‘মূলত: নাটকের শুরু এখান থেকেই’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম।

এনটিভিতে আজ শনিবার, ১২ মার্চ রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটকটি। এতে আরো অভিনয় করেছেন মনিরা মিঠু, তমাল, শাহ নেওয়াজ রিপন, মাসুদ হারুন প্রমূখ।

নাটকের গল্পে দেখা যাবে- নিঝুম তাড়াহুড়া করে ভীতু পায়ে অফিসে ঢুকতেই সব লাইট অফ হয়ে যায়। নিঝুম ঘাবড়ে যায়। কয়েকজন কলিগের নাম ধরে ডাকতে থাকে। একটু পর ছোট একটা প্রজেকশন চালু হয়ে যায়। পার্থ সামনে দাঁড়ানো পেছনে অফিসের সবাই। পার্থ একটু এগিয়ে এসে বলে, ‘নিঝুম আমি তোমাকে অনেক ভালবাসি। আমি কি তোমার সামনে আসতে পারি?’ নিঝুম মুগ্ধভাবে তাকিয়ে থাকে, মিষ্টি একটা হাসি দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ে। সাথে সাথে আলো জ্বলে উঠে। পার্থ ছোট্ট একটা ফুলের তোড়া নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। ফুলটা হাতে নিতে গিয়ে পরে যায় নিঝুম। এতটুকু স্বপ্ন দেখার পর পার্থ ঘুম থেকে উঠে। তারর থেকেই মূলত: নাটকের শুরু।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।