নেত্রকোনার ৬ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকার ছয় রাজাকারের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবারই তদন্ত প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে জমা দিবেন।
বুধবার তদন্ত সংস্থার ধানমন্ডির কার্যালয়ে সকাল সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান।
ছয় রাজাকার হলেন- শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা (৬৬), মো. আব্দুল খালেক তালুকদার (৬৭), মো. কবির খান (৭০), আব্দুর রহমান (৭০), আব্দুস সালাম বেগ (৬৮) ও নুরউদ্দিন ওরফে রদ্দিন (৭০)। এদের মধ্যে ২০১৫ সালের ১২ আগস্ট গ্রেফতার করা হয় আব্দুর রহমানকে। বাকি পাঁচজন পলাতক রয়েছেন।
এছাড়া এই মামলায় আহম্মদ আলীকে (৭৮) গ্রেফতারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই জন্য তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হান্নান খান। ছয় আসামির বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার সাতটি অভিযোগ আনা হয়েছে।
আব্দুল হান্নান খান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ৮ জন নিরীহ মানুষকে অপহরণের পর হত্যা, তিনটি বাড়ির মালামাল লুট, আটটি ঘরে অগ্নিসংযোগ ও একজনকে ধর্ষণের অভিযোগ রয়েছে। তিনি বলেন, বুধবারের মধ্যেই এ প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হবে।
এফএইচ/জেএইচ/পিআর