শামীম গাইলেন আনন্দের গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২৪

তারেক আনন্দের লেখা গান গাইলেন সংগীতশিল্পী শামীম হাসান। গানটির কথা হচ্ছে, ‘যে জলে প্রেম আছে সেই জলেই নামি, যে জলে ঢেউ আছে সেই জলেই থামি, জলের ছায়ায় জলের মায়ায় ভাসি তুমি আমি।’ এর সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।

আরও পড়ুন: বাবুল দেবের কথায় আকাশ সেনের ‘হরে কৃষ্ণ’

ফোক ঘরানার এ গানটি ১৬ জানুয়ারি প্রকাশ হয়েছে জে এল মিউজিক থেকে। মিউজিক ভিডিও নির্মাণ করেছে এম এইচ রিজভী। গানে শামীমের উপস্থিতিসহ মডেল হয়েছেন ঋতু দত্ত।

গান প্রসঙ্গে শামীম বলেন, অনেক সময় নিয়ে গানের সুর, সংগীত করেছি। গানটিতে পাহাড়ি ফোক ধাঁচের সুর করেছি। এর আগে শ্রোতারা আমাকে এমন গানে পাননি। সহজ, সুন্দর কথার গানটি আশা করি শ্রোতাদের ভালো লাগবে।

আরও পড়ুন: ভয়ে মুখ বুজে কত যে অত্যাচার সহ্য করতে হয়: মমতাজ

গীতিকবি তারেক আনন্দ বলেন, সেই করোনার আগে থেকে গানটির কাজ শুরু হয়। শামীম চমৎকার সুর করেছেন। শ্রোতারা সহজেই এ গানের সাথে সংযোগ হতে পারবেন। সব শ্রেণির মানুষের কাছে ভালো লাগবে গানটি। গানের বাজারের দুঃসময়ে জে এল মিউজিকের কর্ণধার রাশেদ রানা কক্সবাজারের মনোরম দৃশ্যে মিউজিক ভিডিও নির্মাণ করে গানটি প্রকাশ করেছেন। ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।