সালমান শাহর প্রয়াণ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

০৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার। ২২ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ

ঘটনা
১৬৫৭- মুঘল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
১৭১৬- বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।
১৭৭৮- হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন।
১৮৭৯- লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিত হয়।
১৯৯৮- বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান ও প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু।

জন্ম
১৮৮৯- বাঙালি জাতীয়তাবাদী, ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী শরৎচন্দ্র বসু।
১৯১৭- ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী, ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা বাসন্তী দুলাল নাগচৌধুরী।
১৯১৮- ভারতীয় বাঙালি সংগীতশিল্পী সুরসাগর জগন্ময় মিত্র।
১৯২০- বাঙালি কবি, কথাসাহিত্যিক ও নাট্যকার শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১৯৯৫- বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।

মৃত্যু
১৯৭২- প্রখ্যাত বাঙালি সেতার ও সানাই বাদক হিসেবে পরিচিত সংগীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ।
১৯৮২- খ্যাতনামা গণিতের অধ্যাপক অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।
১৯৮৯- বাংলাদেশি চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ ইব্রাহিম।
১৯৯৬- বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা সালমান শাহ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট শহরে দাড়িয়া পাড়ায় নানা বাড়িতে জন্ম। আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। পড়াশুনা করেন খুলনার বয়রা মডেল হাইস্কুলে। ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ (বর্তমান ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ ) থেকে বি.কম. পাস করেন। ১৯৮৫ সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে চলচ্চিত্রে আসেন। এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন দর্শককে। অল্পদিনেই জনপ্রিয় হয়ে ওঠেন। নিজস্ব ফ্যাশন দিয়ে তরুণদের আইকন হয়ে উঠেছিলেন। সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।
১৯৯৭- ইংরেজ ঔপন্যাসিক ও বিবিসির ব্যবস্থাপনা পরিচালক পি এইচ নিউবি।

দিবস
ডায়াবেটিস সেবা দিবস

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।