ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

গণপরিবহন সংকট, বেশি ভাড়া আদায়ের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৪ জুন ২০২৫

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে সড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে কাঙ্ক্ষিত পরিবহন পাচ্ছেন না। আবার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ সড়ক দিয়ে যাতায়াতকারীরা।

বুধবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তায় ও ঈদযাত্রা স্বস্তি দায়ক করতে জেলা পুলিশের প্রায় ৬ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মহাসড়কে দায়িত্ব পালন করছে।

গণপরিবহন সংকট, বেশি ভাড়া আদায়ের অভিযোগ

মহাসড়কের এলেঙ্গায় কথা হয় বগুড়ার যাত্রী অসীম সরকারের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘একঘণ্টার ওপরে মহাসড়কে দাঁড়িয়ে আছি। কিন্তু কাঙ্ক্ষিত পরিবহন পাচ্ছি না। আমার মতো অনেকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন।’

রাজশাহীর যাত্রী সুমন ইসলাম বলেন, ‘একদিকে মহাসড়কে গণপরিহন সংকট। অন্যদিকে ভাড়া চাওয়া হচ্ছে দ্বিগুণেও বেশি। অন্য সময়ে ৩০০ টাকা দিয়ে রাজশাহী যেতাম। এখন ৬০০ থেকে ৮০০ টাকা ভাড়া চাচ্ছে। এতে আমাদের ভোগান্তির শেষ নেই।’

আরেক যাত্রী সোহানুর রহমান জাগো নিউজকে বলেন, ‘ঈদ আসলে পরিবহন চালকরা ভাড়া বাড়িয়ে দেই। প্রশাসনের নজরদারির অভাব। প্রশাসনকে আরও নজরদারি রাখতে হবে।’

কুড়িগ্রামের যাত্রী নুরুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি। কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। এমন ভোগান্তির শেষ কোথায়।’

এ ব্যাপারে জেলা প্রশাসক শরীফা হক বলেন, ‘অতিরিক্ত ভাড়ার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।