কুকুর কামড়ালে দুই লাখ!


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১২ এপ্রিল ২০১৫

কুকুরের কাজ হয়তো কুকুর করবে, অর্থাৎ কামড়াবে, তাই বলে কুকুরের গায়ে পাল্টা কামড় দেয়া মানুষের মানায় না। কুকুরের কামড় কিংবা বাঁদরের আঁচড়ে ক্ষতবিক্ষত হলে যন্ত্রণা প্রবল। কিন্তু এবার সেই কষ্ট মধুর মনে হবে! কারণ কুকুর-বাঁদর কামড়লেই হাতে আসবে নগদ দুই লাখ রুপি। তবে এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণ পাবেন শুধু ভারতের উত্তরখণ্ডের বাসিন্দারাই।

বৃহস্পতিবার এমনই নজিরবিহীন রায় দিয়েছে উত্তরাখণ্ড হাই কোর্ট। আর মোটা টাকা প্রাপ্তির লোভে বাঁদরের আঁচড় আর ইঞ্জেকশনের ঝুঁকি নিতে প্রস্তুত অনেকেই!

আদালত জানিয়েছে, কুকুর, বাঁদর, উল্লুকের মতো প্রাণীর কামড়ে কোনো ব্যক্তি আহত হলে রাজ্য সরকারকে তাকে এক লাখ টাকা ও গুরুতর জখম হলে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। রাজ্য সরকার ছাড়াও পৌরসভা ও জেলা থেকে এই টাকা আক্রান্তকে দেয়া হবে।

ঘটনাক্রমে এই রায় ঘোষণার দিনেই উত্তরাখণ্ড হাই কোর্টের এক বর্ষীয়ান বিচারকের স্ত্রীসহ পাঁচজনকে কুকুর কামড়েছে। জানুয়ারিতে নৈনিতালেই কুকুরে কামড়ানোর চার হাজার ঘটনা ঘটে। ঝুঁকি এড়াতে রাস্তার কুকুরদের জন্য আলাদা আস্তানা গড়ার নির্দেশ দেয় আদালত।

অন্যদিকে ধর্মীয় স্থানগুলোতে বাঁদরের উৎপাতও বেশি। প্রায়ই বাঁদরের আঁচড়ে জখম হওয়ার অভিযোগ ওঠে। সেজন্যই আক্রান্তদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে।

এইচএন/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।