সাজেকের পথে পর্যটকবাহী পিকআপ উল্টে নিহত ১ : আহত ৫


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

রাঙ্গামাটির পার্বত্য জেলার ভারত সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়ির সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী একটি পিকআপ উল্টে মো. আবদুল মোমিন (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ৫ পর্যটক। রোববার দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি-সাজেক সড়কের মাচালংয়ের ৮ নম্বর পাড়া নামক এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে পর্যটকবাহী পিকআপটি চট্টগ্রামের হাটহাজারি থেকে ছেড়ে খাগড়াছড়ি হয়ে বাঘাইছড়ির সাজেক পর্যটন স্পট যাচ্ছিল। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে পাহাড়ে ওঠার সময় পিকআটির চালক নিয়ন্ত্রণ হারায়। ঠিক সেই সময় খাগড়াছড়ি থেকে ছেড়ে যাওয়া আরেকটি জিপগাড়ি পেছন দিক থেকে পিকআপকে ধাক্কা দেয়। এতে পর্যটকবাহী পিকআপটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হন।

নিহত আবদুল মোমিনের বাড়ি নরসিংদীর মনোহরদী গ্রামে বলে জানা গেছে। পরে হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান স্থানীয়রা। তবে তাৎক্ষণিক আহতদের নাম পাওয়া যায়নি।

সুশীল প্রসাদ চাকমা/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।