দর পতনের শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষে উঠে এসেছে বীমা খাতের প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ৬ দশমিক ৮৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত কার্যদিবস বৃহস্পতিবার নিটল ইন্স্যুরেন্সের শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৪ টাকা ৭০ পয়সা। রোববার লেনদেন শেষে তা কমে দাঁড়িয়েছে ২৩ টাকায়।
দর কমার শীর্ষে থাকা অন্য ৯টি কোম্পানি হলো- হাইডেল বার্গ সিমেন্ট (৬ দশমিক ৬৫ শতাংশ), ইউনাইটেড ইন্স্যুরেন্স (৬ দশমিক ২০ শতাংশ), ডাচ্ বাংলা ব্যাংক (৫ দশমিক ১৪ শতাংশ), প্রগতি ইন্স্যুরেন্স (৪ দশমিক ৭২ শতাংশ), জিলবাংলা সুগার (৪ দশমিক ৫৪ শতাংশ), সুহৃদ ইন্ডাস্ট্রি (৪ দশমিক ২৭ শতাংশ), বিআইএফসি (৪ দশমিক ২৩ শতাংশ), তাল্লু স্পিনিং (৪ দশমিক ২১ শতাংশ) এবং বিডি থাই (৪ দশমিক ২০ শতাংশ)।
এসআই/এনএফ/পিআর