কারণ ছাড়াই বাড়ছে বিএসআরএমের শেয়ার দর


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ১৪ কার্যদিবসে শেয়ারটির দর ১১০টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা ২০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ৮৫ টাকা ২০ পয়সা। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসইর কর্তৃপক্ষ।

জানা গেছে, প্রতিষ্ঠানটির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ কারণ ছাড়াই বাড়ছে কোম্পানিটির শেয়ার দর।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ২৮ ফেব্রুয়ারি অস্বাভাবিক দর বাড়ার কারণে গেইনারের শীর্ষে ওঠে এসেছে বিএসআরএম লিমিটেড। এক কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৬ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৪৭ শতাংশ। অর্থাৎ গত কার্যদিবস বৃহস্পতিবার বিএসআরএম লিমিটেডের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৭৮ টাকা ৩০ পয়সা। রোববার দিন শেষে লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় ১৯৫ টাকা ২০ পয়সায়।

সর্বশেষ আজ (২৯ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারের বিক্রি হচ্ছে ১৯৯ টাকা ৫০ পয়সায়। বিগত ৫২ সপ্তাহে শেয়ারটির ৪৫ টাকা ৮০ পয়সা থেকে ১৯৬ টাকা ১০ পয়সায় বেচাকেনা হয়।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।