রাশিফল : ১৯ ডিসেম্বর


প্রকাশিত: ০২:৩৭ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

মেষ: কর্মক্ষেত্রে সমস্যা মিটিয়ে সমীহ আদায় করে নিতে পারেন। উপস্থিত বুদ্ধিতে শত্রুর চাল সামলে কার্যোদ্ধার। পানিপথে ভ্রমণ এড়ানোই ভালো।

বৃষ: বাক্যালাপে অসতর্কতার জন্য ভুল বোঝাবুঝি। প্রিয়জনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানি।

মিথুন: কর্মক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করতে না-পারলে বড় ধরনের ক্ষতি হতে পারে। হারানো দ্রব্যার্থ ফেরত পাওয়ার সম্ভাবনা। বন্ধুর সমস্যা মেটাতে গিয়ে মানহানির আশঙ্কা।

কর্কট: মৌলিক চিন্তাধারা ও কঠোর পরিশ্রমের বিলম্বিত স্বীকৃতি। তৃতীয় কাউকে ঘিরে প্রেমপ্রণয়ে জটিলতা। প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ মিলতে পারে।

সিংহ: অপ্রিয় সত্য কথায় পরিজন-পরিবেশ ঘোরালো হয়ে উঠতে পারে। মামলার ফল অনুকূলে যাওয়ারই সম্ভাবনা। চুরি ও প্রবঞ্চনায় ক্ষতির আশঙ্কা।

কন্যা: কর্মস্থল ও অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা। গৃহ সংস্কার ও নতুন নির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। সঙ্গীতচর্চায় ব্যুত্পত্তির স্বীকৃতি মিলতে পারে।

তুলা: সমাজবিরোধীদের সঙ্গে বিরোধে ক্ষতির আশঙ্কা। পড়শির দুঃসময়ে সাহায্য করতে গিয়ে অপদস্থ হতে পারেন। বাতজ বেদনার প্রকোপ বাড়বে।

বৃশ্চিক: বুদ্ধি ও কর্মকুশলতায় বৈষয়িক সমস্যার সমাধান। কর্মস্থলেও অপ্রিয় সত্য এড়িয়ে কৌশলে কার্যসিদ্ধি।

ধনু: সন্তানের সঙ্গে মতবিরোধে সম্পর্কহানির আশঙ্কা। শত্রুর শক্তি জেনে সন্ধি বা লড়াইয়ের সিদ্ধান্ত নিন। হাড়ের সমস্যা ভোগাবে।

মকর: কর্মস্থলে জটিলতা কাটিয়ে বাহবা পাওয়ার সম্ভাবনা। ব্যবসায় অংশীদারের চালচলনে বাড়তি নজর দরকার। টিউমার বা আলসারে ভোগান্তি।

কুম্ভ: অংশীদারের সঙ্গে মনোমালিন্যে ব্যবসায় ক্ষতি বাড়বে। বিবাদবিতর্ক বা পুলিশি ঝামেলায় অকারণ হেনস্থার আশঙ্কা। সম্পত্তি নিয়ে স্বজনবিরোধ।

মীন: ভাইবোনের সঙ্গে সম্পত্তি-বিরোধ তুঙ্গে উঠতে পারে। অংশীদারকে বেশি বিশ্বাস করার মাসুল দিতে হতে পারে। উচ্চশিক্ষায় বাধা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।