করোনায় ঢাকায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০৫ জুন ২০২৫
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়।

করোনার শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন। মারা গেছেন ২৯ হাজার ৫০০ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।

এসইউজে/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।