করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ১৯

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২৩ জুন ২০২৫
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ৪০৬ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেছে।

সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে ৪০৬ জনের করোনার নমুনা পরীক্ষা করে ১৯ জনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেছে। এরমধ্যে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে।

হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৪ জনের। এরমধ্যে ৪৫২ জনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেছে। মারা গেছেন ১৯ জন।

এসইউজে/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।