স্বাস্থ্যখাতে এক বছরের কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরবেন উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০৬ আগস্ট ২০২৫
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম/ছবি সংগৃহীত

বিগত এক বছরে স্বাস্থ্যখাতে গৃহীত কার্যক্রম নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বুধবার (৬ আগস্ট) তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলাম এ তথ্য জানান।

এমইউ/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।