জুলাইয়ের শেষে চালু হতে পারে গণস্বাস্থ্যের আইসিইউ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০৮ জুলাই ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আগামী ১০ জুলাই ১৫ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করতে চেয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্র। তবে পর্যাপ্ত অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। অবশ্য এ মাসের শেষের দিকে আইসিইউ চালু হতে পারে।

বুধবার (৮ জুলাই) বিকেলে জাগো নিউজকে এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

তিনি বলেন, ‘১৫ শয্যার আইসিইউ তৈরির কাজ শুরু হয়েছে অনেক আগে। উদ্বোধন করার লক্ষ্য ছিল ১০ জুলাই। এই সময়ে তা হবে না। এ মাসের শেষের দিকে হতেও পারে। এখন কাজ যত তাড়াতাড়ি শেষ হবে, তত তাড়াতাড়ি উদ্বোধন করতে পারবে। কাজ চলমান, অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে গেছে।’

মো. ফরহাদ আরও বলেন, ‘আমরা যেহেতু শুরু করেছি, কোনো না কোনো প্রক্রিয়ায় চালানোর চেষ্টা করবো। আমাদের অনুদান যদি পূর্ণ হতো, আমাদের ১০ জুলাই উদ্বোধনের চেষ্টা ছিল, হয়তো সেদিনই করতে পারতাম। তার কারণেই হয়তো দেরি হচ্ছে। কোনো না কোনো উপায় বের করে চালু করা হবে আশা করি।’

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার নতুন করে অবনতির ঘটনা ঘটেনি বলেও জানান এই জনসংযোগ কর্মকর্তা।

গত ৩০ জুন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ভাইস প্রিন্সিপাল (উপাধ্যক্ষ) ও কোভিড-১৯ ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেছিলেন, ‘গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনা রোগীদের জন্য শিগগিরই ১৫ শয্যার একটি আইসিইউ চালু করতে যাচ্ছে। অসুস্থতার মধ্যেও অর্থ জোগাড়ের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং সার্বিক কর্মকাণ্ডের পর্যবেক্ষণও করছেন তিনি।’

অনুদানে আগ্রহীরা বিস্তারিত জানতে বা যোগাযোগ করতে পারেন: [email protected] এবং ০১৭১১-৫৪১৮১৩ নম্বরে।

এছাড়া বিকাশে অনুদান পাঠাতে পারেন ০১৭৩৩-৯৯১৩৯১ নম্বরে।

ব্যাংকের মাধ্যমে অনুদান পাঠানোর ঠিকানা- A/C Name : Gonoshasthaya Kendra, A/C No: 0100003101155, Bank Name : Janata Bank Limited

Branch : Dilkusha Corporate Branch, SWIFT Code: JANBBDDHDCB, Routing Number: 135271933

পিডি/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।