যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন বেড়ে ৭ দিন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৪ জানুয়ারি ২০২১

যুক্তরাজ্য ফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের মেয়াদ আবার বাড়ানো হয়েছে। আজ রোববার (২৪ জানুয়ারি) থেকে চারদিনের বদলে সাতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। শনিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার কোয়ারেন্টাইন ব্যবস্থা পুনর্মূল্যায়ন শীর্ষক চিঠিতে এ কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, যুক্তরাজ্যের নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশেষ সতর্কতা হিসেবে যুক্তরাজ্য থেকে ফেরা সকল যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হচ্ছে। এমতাবস্থায় যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে ২৪ জানুয়ারির পরে, আগে বা ওইদিন যুক্তরাজ্য থেকে আগত সকল যাত্রীদের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাতদিনের জন্য বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে এ আদেশ কার্যকর হবে। হোটেলের যাবতীয় খরচ যাত্রী নিজে বহন করবেন। কোনো যাত্রী হোটেলে থাকতে অপারগ হলে সরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

নতুন ধরনের সংক্রমণ দেখা দেয়ায় ইতিপূর্বে প্রথমে ১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারি হয়। ১৬ জানুয়ারি থেকে দুই সপ্তাহের বদলে চারদিনের কোয়ারেন্টাইন ব্যবস্থা চালু করা হয়।

১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্য থেকে ৭১৪ জন যাত্রী দেশে এসেছেন।

এমইউ/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।