মুমূর্ষু করোনা রোগীকে হাসপাতালে স্থানান্তরে বিশেষ নির্দেশনা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১২ জুলাই ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাস আক্রান্ত মুমূর্ষু রোগীকে রেফারেলের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা ও পরামর্শ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

তারা বলেছে, বিএসএমএমইউতে উন্নত চিকিৎসাসেবার জন্য করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু বা জীবনবিপন্ন কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে এমন রোগীকে অন্য হাসপাতাল থেকে রেফার না করাই উত্তম। যে হাসপাতালে চিকিৎসাধীন সেই হাসপাতালেই চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে যাওয়াই সর্বোত্তম। তার পরও যদি রেফার করতেই হয় আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সে জীবনবিপন্ন রোগীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনার নির্দেশনা প্রদান করা হচ্ছে। যাতে পথিমধ্যে রোগীর কোনো দুর্ঘটনা না ঘটে।

সোমবার (১২ জুলাই) বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এমইউ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।