মাদরাসাছাত্রীকে দুই ডোজ টিকা, সতর্ক করলো স্বাস্থ্য অধিদপ্তর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১৩ এএম, ২৪ জানুয়ারি ২০২২
ছবি: সংগৃহীত

করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান টিকাদান কর্মসূচিতে টিকা দেওয়ার ক্ষেত্রে ভুল এড়াতে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২৩ জানুয়ারি) রাতে অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।

সেখানে বলা হয়, শনিবার (২২ জানুয়ারি) টেকনাফের হ্নীলা ইউনিয়নের একজন মাদরাসাছাত্রীকে ভুলবশতঃ একসঙ্গে দুই ডোজ টিকা প্রদান করা হয়। খবর পাওয়ার পর স্থানীয় স্বাস্থ্য বিভাগ ওই ছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করে। বর্তমানে সে সুস্থ আছে।

নির্দেশনায় আরও বলা হয়, ভবিষ্যতে যাতে এমন ভুল না হয়, সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর টিকা কেন্দ্রগুলোকে সতর্ক করেছে। খুব শিগগির স্বাস্থ্য অধিদপ্তর এ সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিটু চন্দ্র শীল সাংবাদিকদের বলেছেন, ভুলে ওই ছাত্রীকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। এতে কিছুই হবে না। কোনো সমস্যা হলে হাসপাতাল কর্তৃপক্ষ দেখবে।

এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।