করোনায় শনাক্ত কমলেও মৃত্যুহার বাড়ছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির দৃশ্যমান কোনো অবনতি হয়নি। তবে শনাক্তের তুলনায় মৃত্যুহার এখনও বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম রোববার (৬ ফেব্রুয়ারি) ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।

ডা. নাজমুল ইসলাম বলেন, গত ৩০ জানুয়ারি সংক্রমণের হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১২ হাজার ১৮৩ জন। সপ্তাহের মাঝামাঝি এসে তা ১৩ হাজার ছাড়িয়ে যায়। সর্বশেষ ৫ ফেব্রুয়ারি শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ এবং শনাক্ত রোগীর সংখ্যা কমে ৮ হাজার ৩৫৯ জনে নেমেছে।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়। করোনা রোগী শনাক্তের তুলনায় মৃত্যুহার বেশি। ৫১ থেকে ৯০ বছর বয়সী রোগীদের মৃত্যু বেশি হচ্ছে। তবে সংক্রমণ কিছুটা কমেছে।

এ সময়ে ডা. নাজমুল ইসলাম সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীর মাত্রাতিরিক্ত চাপ নেই। ঢাকায় সর্বমোট ৫ হাজার ২৫৩টি সাধারণ শয্যার মধ্যে ৪ হাজার ৫৯টি শয্যা খালি। করোনা ডেডিকেটেড ৭৮৫টি শয্যার মধ্যে ৫৫২টি শয্যা খালি রয়েছে।

করোনা ডেডিকেটেড হাই-ডিপেনডেনসি (এইচডিইউ) ৫৪৪টির মধ্যে ৪৪৭টি খালি রয়েছে। সব মিলিয়ে এখনও হাসপাতালে খালি শয্যা বা সেবা রয়েছে, তারওপর এখনও মাত্রাতিরিক্ত চাপ তৈরি হয়নি।

এমইউ/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।