স্তন ক্যানসার রোধে সামাজিক সংগঠনকেও এগিয়ে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪১ পিএম, ২৯ অক্টোবর ২০২২

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে স্তন ক্যানসার। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, বাংলাদেশে প্রতিবছর ১৩ হাজারের বেশি নারী নতুনভাবে স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। নারী ক্যানসার রোগীদের মধ্যে ১৯ শতাংশই স্তন ক্যানসারে ভোগেন। এ অবস্থায় স্তন ক্যানসার রোধে জনসচেতনতা বাড়ানো পাশাপাশি সমাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর শ্যামলী নার্সিং কলেজে নার্সিং শিক্ষার্থীদের নিয়ে ‘হেলথ বন্ধু’ আয়োজিত সচেতনতামূলক এক সেমিনারে বক্তারা এসব তথ্য তুলে ধরেন।

বক্তারা বলেন, যে কোনো বয়সেই একজন নারী স্তন ক্যানসারে আক্রান্ত হতে পারেন। তবে, এটা প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে দ্রুত সুস্থ হওয়া যায়।

সেমিনারে বলা হয়, নার্সিং পেশাদাররা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আজকের সেমিনারে উপস্থিত শিক্ষার্থীরা আগামীদিনের নার্স। সুতরাং এর মাধ্যমে স্তন ক্যানসার সচেতনতায় পেশাগত কর্মক্ষেত্রে তারা যথাযথ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।

jagonews24

সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্তন ক্যানসারের লক্ষণ ও প্রতিকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হেলথ বন্ধু লিমিটেডের এক্সিকিউটিভ ফারিহা সুলতানা অমি এবং সচেতনতায় করণীয় নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির কমিউনিকেশন এক্সিকিউটিভ বাঁধন বিশ্বাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক তানজিনা খান। তিনি বলেন, এ ধরনের আয়োজন সমাজিকভাবে ইতিবাচক ভূমিকা রাখবে, স্তন ক্যানসার সচেতনতায় সামাজিক সংগঠনকেগুলোকে এগিয়ে আসতে হবে এবং সচেতনতা বাড়াতে একযোগে কাজ করতে হবে।

সেমিনারের বিষয়ে হেলথ বন্ধু লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাজিকুল হাসান রিফাত বলেন, আমরা হেলথ কেয়ার ইকোসিস্টেম তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এ ধরনের সেমিনারের মাধ্যমে রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পায়।

এএএম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।