সরকার হিমালয় পর্বত, ধাক্কা দিয়ে ফেলা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০৮ নভেম্বর ২০২২
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক/ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হিমালয় পর্বত, চাইলেই লাঠি নিয়ে মিছিল করে ধাক্কা দিয়ে ফেলা যাবে না।’

মঙ্গলবার (৮ নভেম্বর) মাদারীপুরের শিবচরে নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে উপজেলার স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি অনেক কথাই বলে। তারা বলেন, করোনার সময় কেউ কোনো সেবা পাননি। জাতীয় সংসদেও একই কথা বলেছেন তারা। অথচ করোনার সময় বিএনপিকে খুঁজে পাওয়া যায়নি। মানুষের পাশে ছিল না বিএনপি।’

zahid-malek-2.jpg

ছবি: বাসস

তিনি বলেন, ‘৪০ হাজার কোটি টাকার ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হয়েছে। এজন্যই দেশের মানুষ সুরক্ষিত। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম ধাপেই ভ্যাকসিনের অর্ডার দিতে খরচ হয়েছে সাত হাজার কোটি টাকা। করোনার পরিস্থিতি মোকাবিলায় ভ্যাকসিনের সিরিঞ্জ সংকট থাকায় তা বিমানে করে রাতারাতি আনা হয়েছে। করোনার সময় চিকিৎসক ও নার্সরা পালিয়ে যাননি। প্রত্যেকেই জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করেছেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী ও পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।

এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।