দেশজুড়ে

রেললাইনের পাত চুরির অভিযোগে কর্মকর্তা আটক

রেললাইনের পাত চুরির অভিযোগে কর্মকর্তা আটক

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাত চুরির অভিযোগে এক কর্মকর্তাকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে তার নিজ অফিস থেকে তাকে আটক করা হয়।

Advertisement

আটক ওই কর্মকর্তা হলেন সুলতান মৃধা। তিনি সৈয়দপুর রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী। জিজ্ঞাসাবাদে তিনি তার দোষ শিকার করছেন।

জিআরপি পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপ-সহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের স্টোরে ও ইয়ার্ডে সংরক্ষিত রেললাইন গ্যাস দিয়ে কাটা হয়।

পরে সেই কাটা রেললাইনের পাতগুলো দুটি পিকআপে পাচার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। পাচারের আলামত পেয়ে জিআরপি পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) যৌথভাবে অভিযান চালিয়ে সুলতান মৃধাকে আটক করে।

Advertisement

এ বিষয়ে রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম বলেন, উপ-সহকারী প্রকৌশলী কার্যালয়ের স্টোর থেকে গ্যাসের সিলিন্ডার ও রেললাইনের পাত কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এখান থেকে বিপুল পরিমাণ রেললাইনের পাত গ্যাস দিয়ে কেটে পাচার করা হয়েছে। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরএনবি পার্বতীপুর থানার পরিদর্শক হাসান শিহাবুল ইসলাম বলেন, যেহেতু কার্যালয়টি পার্বতীপুরের অধীন তাই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পার্বতীপুর আরএনবি ব্যবস্থা নিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ-উন-নবী বলেন, মামলার কার্যক্রম চলমান। আসামিকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। মামলার পর পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।

জেডএইচ/জেআইএম

Advertisement