রাজনীতি

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি

বাংলাদেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোসটার।

Advertisement

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান আখিম ট্রোসটার।

আখিম ট্রোসটার বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এসময় বাংলাদেশের শিক্ষা ও বাণিজ্য উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এসময় জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে, গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করছে জামায়াত।

Advertisement

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন জার্মানের রাষ্ট্রদূত। এছাড়া বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

এএএম/এমএএইচ/জেআইএম