ব্যয় কমাতে প্রেসিডেন্ট কার্যালয়ের গাড়িবহর নিলামে তুলছে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
প্রেসিডেন্ট কার্যালয়ের ২১টি গাড়ি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান সরকার/ ছবি: এএফপি

অব্যবহৃত ও ব্যয়বহুল বিলাসী যানবাহন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান সরকার। এই সিদ্ধান্তের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের ২১টি গাড়ি নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। অনুরা কুমারার নেতৃত্বাধীন সরকার মনে করছে, এই উদ্যোগের মাধ্যমে ব্যয় কমবে ও সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।

লঙ্কান প্রেসিডেন্টর অতিরিক্ত সচিব (পরিবহন) মাহেশ হেওয়াভিথারানা জানিয়েছেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মূল্যায়ন বোর্ড কোন যানবাহন বিক্রি করা হবে তা নির্ধারণ করছে।

জানা গেছে, গত বছরের ১২ ডিসেম্বর মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় যে, বিলাসবহুল ও উচ্চক্ষমতাসম্পন্ন যানবাহন, যা বিভিন্ন মন্ত্রণালয়, প্রাদেশিক কাউন্সিল, রাষ্ট্রায়ত্ত সংস্থা, বিশ্ববিদ্যালয় ও ব্যাংকের জন্য আর্থিক বোঝা হয়ে উঠেছে, তা দ্রুত বিক্রি করা হবে।

এরপর অর্থ মন্ত্রণালয়ের কন্ট্রোলার জেনারেলের দপ্তর ১৮ ডিসেম্বর একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে তাদের বিলাসবহুল যানবাহন বিক্রির তথ্য ১ মার্চের মধ্যে কন্ট্রোলার জেনারেলের দপ্তরে জমা দিতে হবে।

গাড়িগেলোর যান্ত্রিক অবস্থা ও আর্থিক মূল্য নির্ধারণের জন্য সরকার বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছে। তারা গাড়ির যান্ত্রিক অবস্থা, মেরামতের ইতিহাস ও রক্ষণাবেক্ষণের খরচ মূল্যায়ন করবেন।

শ্রীলঙ্কা সরকারের প্রধান মূল্যায়ন কর্মকর্তা এ.এস.ডব্লিউ.কে. নানায়াক্কারা জানিয়েছেন, প্রেসিডেন্ট কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মূল্যায়ন বোর্ডে সরকারি মূল্যায়ন কর্মকর্তাদের নিয়োগ করেছে। এছাড়া, যানবাহনের মান ও প্রযুক্তিগত বিষয় মূল্যায়নের জন্য মোটর ট্রান্সপোর্ট বিভাগের কর্মকর্তাদেরও নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র: সানডে টাইমস

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।