ভারত-পাকিস্তান উত্তেজনা, পক্ষ না নিয়ে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৬ এপ্রিল ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: এএফপি (ফাইল)

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেশ দুটির মধ্যে সবসময়ই উত্তেজনা ছিল এবং তারা কোনো না কোনোভাবে নিজেদের মধ্যে এর সমাধান করবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি ভারতের খুব কাছের এবং আমি পাকিস্তানেরও খুব কাছের। কাশ্মীরে তাদের লড়াই এক হাজার বছর ধরে চলছে।

তিনি আরও বলেন, কাশ্মীর ইস্যু এক হাজার বছর ধরে চলছে, সম্ভবত তারও বেশি। সাম্প্রতিক ঘটনাকে তিনি খারাপ বলেও উল্লেখ করেন।

এর আগে ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব দেশ দুটির মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে এ বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছেন।

মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জম্মু ও কাশ্মীরে সংগঠিত হামলার নিন্দায় আমরা অত্যন্ত স্পষ্ট ছিলাম। ওই হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন।

এরই মধ্যে দেশ দুটি একে অপরের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। থেমে নেই কথার লড়াইও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার এসব বিষয়ে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।

শনিবার (২৬ এপ্রিল) শাহবাজ বলেন, পাকিস্তান শান্তির পক্ষে, কিন্তু এমন ইচ্ছাকে দুর্বলতা মনে করে ভুল করা উচিত নয়।

সূত্র: দ্য হিন্দু

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।