উদ্ভাবিত নতুন প্লাস্টিক গলে যায় কয়েক ঘণ্টায়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৪ জুন ২০২৫
পরিবেশ দূষণের জন্য দায়ী প্লাস্টিকের ব্যাগ। ছবি: এএফপি (ফাইল)

জাপানের বিজ্ঞানীরা এমন একটি প্লাস্টিক উদ্ভাবন করেছেন, যা সামুদ্রিক পানিতে কয়েক ঘণ্টার মধ্যে গলে যায়। এটি আধুনিক যুগের একটি ভয়াবহ দূষণ সমস্যার সম্ভাব্য সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।

বায়োডিগ্রেডেবল প্লাস্টিক নিয়ে অনেকদিন ধরেই গবেষণা চললেও আরআইকেইএন সেন্টার ফর ইমার্জেন্ট ম্যাটার সায়েন্স ও টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করছেন তাদের তৈরি নতুন প্লাস্টিক আগের যে কোনো বিকল্পের চেয়ে দ্রুত ভেঙে যায় এবং কোনোরকম ক্ষতিকর অবশিষ্টাংশ থাকে না।

টোকিওর কাছে ওয়াকো শহরের এক পরীক্ষাগারে গবেষকরা দেখান কীভাবে একটি ছোট প্লাস্টিকের টুকরো লবণপানিতে মাত্র এক ঘণ্টা নাড়ানোর পর পুরোপুরি গলে যায়।

যদিও এটি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য এখনো প্রস্তুত নয়। গবেষণা প্রকল্পের প্রধান তাকুজো আইদা জানান, এরই মধ্যে বিভিন্ন প্যাকেজিং শিল্পসহ বহু প্রতিষ্ঠানের কাছ থেকে আগ্রহ পাওয়া গেছে।

বিশ্বজুড়ে বিজ্ঞানীরা বর্তমানে প্লাস্টিক বর্জ্য সংকটের সমাধানে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে প্রতিযোগিতা করছে। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ ধরনের উদ্ভাবনের গুরুত্ব আরও বেশি করে আলোচনায় এসেছে।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচির এক পূর্বাভাস অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক দূষণ তিনগুণ বেড়ে যেতে পারে, যার ফলে প্রতিবছর ২ দশমিক ৩ থেকে ৩ দশমিক ৭ কোটি মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য মহাসাগরে মিশে যেতে পারে।

তাকুজো আইদা বলেন, শিশুরা তাদের ভবিষ্যৎ পৃথিবী বেছে নিতে পারে না। বিজ্ঞানীদের দায়িত্ব হচ্ছে তাদের জন্য একটি ভালো পরিবেশ নিশ্চিত করা।

তিনি আরও বলেন, এই প্লাস্টিকটি পেট্রোলিয়াম-ভিত্তিক প্লাস্টিকের মতোই শক্তিশালী। কিন্তু লবণের সংস্পর্শে এলেই গলে যায়।

মাটিতেও লবণ থাকার কারণে প্রায় ৫ সেন্টিমিটার আয়তনের একটি প্লাস্টিক টুকরো ২০০ ঘণ্টার বেশি সময় পরে সম্পূর্ণরূপে গলে যায়।

এই প্লাস্টিকটি সাধারণ প্লাস্টিকের মতো ব্যবহার করা যায়, বিশেষ করে একে যদি বিশেষভাবে প্রলেপ দেওয়া হয়। বর্তমানে দলটি সেই প্রলেপের সেরা পদ্ধতি নিয়ে গবেষণা করছে। আইদা জানান, এটি বিষমুক্ত, দাহ্য নয় এবং এটি কার্বন ডাই-অক্সাইড নির্গত করে না।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।