সোমালিল্যান্ডকে ‘স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের’ স্বীকৃতি দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫
হারগেইসা যুদ্ধ স্মারক স্মৃতিস্তম্ভের সামনে সোমালিল্যান্ডের পতাকা ধরে আছেন এক যুবক/ ৭ নভেম্বর, ২০২৪ তারিখে তোলা ছবি/ এএফপি

সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে একটি ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এ ঘোষণা দেয়।

প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী আজ সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এই ঘোষণার মাধ্যমে ইসরায়েল প্রথম দেশ হিসেবে সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলো।

এদিকে, ইসরায়েলের এই স্বীকৃতিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহামেদ আবদুল্লাহি। তিনি বলেন, এই স্বীকৃতির মাধ্যমে ইসরায়েল ও সোমালিল্যান্ডের মধ্যে একটি ‘কৌশলগত অংশীদারত্বের’ সূচনা হলো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা আন্তরিকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী কর্তৃক সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাই। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্যে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে সোমালিল্যান্ড প্রস্তুত, এ কথাও আমরা নিশ্চিত করছি।

সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়া থেকে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে। তবে এ ইসরায়েলের এই ঘোষণা সেই বাস্তবতায় একটি বড় কূটনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সোমালিল্যান্ড হলো ‘হর্ন অব আফ্রিকা’ অঞ্চলে অবস্থিত একটি স্ব-ঘোষিত স্বাধীন রাষ্ট্র, যা ১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে। আন্তর্জাতিকভাবে এটি সোমালিয়ার অংশ হিসেবে বিবেচিত এবং এতদিন পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে অঞ্চলটিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। তবে সোমালিল্যান্ডের নিজস্ব সরকার, মুদ্রা, সামরিক বাহিনী ও গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে এটি শান্তি ও স্থিতিশীলতার জন্যও পরিচিত।

সূত্র: এএফপি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।