সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ ডিসেম্বর ২০২৫
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
পশ্চিমবঙ্গে বাংলাদেশ বয়কটের ডাক
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গে বিক্ষোভ অব্যাহত। কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসে বিক্ষোভের পর এবার বাংলাদেশ বয়কটের ডাক দিলো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহারসহ বেশ কয়েকটি জেলা।
মধ্যপ্রদেশে বিজেপি নেতার গাড়ি চাপায় শিশুসহ নিহত ২
ভারতের মধ্যপ্রদেশে বিজেপি নেতার গাড়ির নিচে চাপা পড়ে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের মোরেনা জেলায় বাড়ির বাইরে বসে আগুন পোহাচ্ছিলেন একটি পরিবারের কয়েকজন সদস্য। সে সময় এক বিজেপি নেতার গাড়ির নিচে চাপা পড়ে এক শিশুসহ দুইজন নিহত এবং আরও তিনজন আহত হন। পোরসা-জোতাই রোড বাইপাস মোড়ে এই ঘটনা ঘটেছে।
নতুন বছর উদযাপনের আগে দিল্লিতে ধরপাকড়, শতাধিক গ্রেফতার
নতুন বছর উদ্যাপন সামনে রেখে দিল্লিতে বড় ধরনের নিরাপত্তা অভিযান চালিয়েছে পুলিশ। ‘অপারেশন আঘাত ৩.০’ নামে এই অভিযানে এক রাতেই শতাধিক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। দিল্লির দক্ষিণ-পূর্ব জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। পুলিশের লক্ষ্য ছিল নববর্ষের সময় কোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলা ঠেকানো।
নামাজরত ফিলিস্তিনি যুবককে গাড়িচাপা দেওয়ার ভিডিও ভাইরাল
পশ্চিম তীরে রামাল্লার কাছে নামাজরত এক ফিলিস্তিনি যুবকের ওপর গাড়ি উঠিয়ে দেয় এক সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী। অস্ত্রধারী ওই ইসরায়েলি নাগরিকের ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পশ্চিম তীরের দেইর জারির গ্রামে ঘটনাটি ঘটেছে।
রাশিয়ার ভয়ে সামরিক ব্যয় বাড়ানোর আহ্বান সুইজারল্যান্ড সেনাপ্রধানের
বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার পূর্ণমাত্রার কোনো সামরিক হামলা প্রতিহত করতে সক্ষম নয় সুইজারল্যান্ড। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান থমাস সুয়েসলি এমন সতর্কবার্তা দিয়ে আত্মরক্ষার সক্ষমতা জোরদার করতে সামরিক ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
ফিলিস্তিনি বুদ্ধিজীবীদের গ্রেফতারে ইসরায়েলি অভিযান, আটক গবেষক ওরাবি
সম্প্রতি গাজা, জেরুজালেম এবং পশ্চিম তীরে বসবাস করা বুদ্ধিজীবী ও বন্দিমুক্তিদের বিরুদ্ধে বড় পরিসরে গ্রেফতার অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে অধিকৃত জেরুজালেমের উত্তরে রাফাত শহরের বাসিন্দা, লেখক ও রাজনৈতিক গবেষক সারি ওরাবিকে গ্রেফতার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
সোমালিল্যান্ড কেন হঠাৎ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে?
সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু জাতিসংঘসহ কোনো আন্তর্জাতিক শক্তি ও রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এটিকে স্বীকৃতি দেয়নি। ফলে দেশটি দীর্ঘদিন ধরে ‘অধিকারহীন’ রাষ্ট্র হিসেবে থেকে যায়। কিন্তু এই অবস্থান হঠাৎ করেই বদলেছে শুক্রবার (২৬ ডিসেম্বর) ইসরায়েলের স্বীকৃতি ঘোষণার পর। ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে।
নতুন বছরের শুভেচ্ছা বার্তায় পুতিনকে যা লিখলেন কিম জং উন
চিঠিতে কিম জং উন লিখেছেন, প্রিয় আমার সহযোদ্ধা! কোরীয় গণতান্ত্রিক জনগণ প্রজাতন্ত্র (ডিপিআরকে) সরকারের পক্ষ থেকে এবং কোরীয় জনগণের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মাধ্যমে রুশ ফেডারেশনের সরকার ও ভ্রাতৃপ্রতিম রুশ জনগণকে নতুন বছর ২০২৬ উপলক্ষ্যে উষ্ণ ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
সোমবার যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার (২৯ ডিসেম্বর) ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। রোববার (২৮ ডিসেম্বর) নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। চলতি বছরে এটি যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে তার পঞ্চম বৈঠক।
১৮০ কোটি ডলারের লটারি জিতলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা
বড়দিনের আগেই যেন ভাগ্যের দরজা খুলে গেলো যুক্তরাষ্ট্রের এক বাসিন্দার। দেশটির আরকানসাস অঙ্গরাজ্যের একটি গ্যাস স্টেশন থেকে কেনা একটি পাওয়ারবল টিকিটে তিনি ১ দশমিক ৮ বিলিয়ন বা ১৮০ কোটিরও বেশি ডলারের বিশাল লটারি জিতেছেন। তবে নিরাপত্তাজনিত কারণে তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।
এসএএইচ