মোদীকেও কি ‘অপহরণ’ করবেন ট্রাম্প, প্রশ্ন কংগ্রেস নেতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬
কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন

ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবনের এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও আলোচনা। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন— ভেনেজুয়েলার মতো কিছু কি ভারতে ঘটতে পারে? ডোনাল্ড ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে (মোদী) অপহরণ করবেন?

কংগ্রেস নেতার এ বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। নেটিজেনদের একাংশ চবনের মন্তব্যকে অবিবেচক, অযৌক্তিক এমনকি দেশের জন্য অপমানজনক বলেও কটাক্ষ করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা চবন মূলত ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করছিলেন। তার দাবি, ৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে কার্যত ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে ভারতের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে।

চবন বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি থেকে যে লাভ আগে হতো, তা আর থাকবে না। আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে এবং সে প্রচেষ্টা এরই মধ্যে শুরু হয়েছে।

এরপরই তিনি প্রশ্ন তোলেন— যদিও ভেনেজুয়েলার ক্ষেত্রে যা ঘটেছে, তেমন কিছু ভারতের ক্ষেত্রেও ঘটে?

এই মন্তব্য আসে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের একদিন আগের বক্তব্যের পরপরই। খাড়গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একটি মন্তব্য উদ্ধৃত করে মোদীকে আক্রমণ করেন।

খাড়গে বলেন, আমি একটি অডিও শুনেছি যেখানে ট্রাম্প বলেছেন— মোদী তাকে সম্মান করেন এবং তার কথা শোনেন। এর মানে কী? এর মানে মোদী তার নিয়ন্ত্রণে। এরপর তিনি জনপ্রিয় চলচ্চিত্র ‘মিস্টার ইন্ডিয়া’র সংলাপ টেনে বলেন, মোগাম্বো খুশ হুয়া।

সূত্র: এনডিটিভি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।