ধানমন্ডিতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:১৯ এএম, ০৫ জুন ২০১৫

রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার একটি বাসা থেকে হনুফা (১৬) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ধানমন্ডি আবাসিক এলাকার ৬ নম্বর রোডের সি/৫ নম্বর বাসার পাঁচতলা ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হনুফা বরগুনার সিংড়া এলাকার আলী একাব্বরের মেয়ে। তার মৃত্যুর কারণ জানা যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ফ্লাটের বাথরুমের ঝর্ণার পাইপের সঙ্গে গোলায় রশি পেঁচানো অবস্থায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গৃহকর্মী হনুফার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত হনুফা ৬/৭ মাস ধরে ওই বাসায় কাজ করতেন বলে জানিয়েছেন তার বোন মাসুমা আক্তার।

ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে ময়না তনন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।